Friday, October 16, 2015

সূর্যের গায়ে ‘অন্ধকার’!

চাঁদের গায়ে কলঙ্কের উপমা নতুন নয়। কিন্তু যে সূর্যের আলো জীবন দিয়েছে এবং বাঁচিয়ে রেখেছে গোটা জীবন-জগৎকে, তার গায়ে অন্ধকার?
শনিবার এই ছবি এসে পৌঁছিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র হাতে। গত পাঁচ বছর ধরে সূর্যের উপর নজর রেখে চলেছে নাসার সৌরগতি পর্যবেক্ষক বা সোলার ডিনামিকস্ অবজারভেটরি (এসডিও)। এসডিও-ই তুলে পাঠিয়েছে এই ছবি।
নাসা বিজ্ঞানীরা জানাচ্ছেন, আসলে এই অন্ধকার সূর্যের গায়ে নয়, রয়েছে সূর্যের জ্যোতির্বলয়ে। একে সূর্যের বলয়গহ্বর (করোনাল হোল) বলা যেতে পারে। সৌরবলয়ে প্রতিনিয়ত পরিবর্তন চলে। বদলাতে থাকে আকার-আকৃতিও। বলয়ের যে সব অংশে নানা কারণে শক্তি এবং গ্যাসের মাত্রা তুলনামূলক কম থাকে, সে জায়গাগুলোই হয়ে ওঠে এমন ঘন অন্ধকার।

No comments:

Post a Comment