প্রতিটি অ্যাপই বাজারে আনার আগে পরীক্ষা করে অ্যাপল। যে-কারণে তাদের অ্যাপ স্টোরকে অন্যতম সুরক্ষিত তকমা দেওয়া হয়। এর আগে তাদের মাত্র ৫টি অ্যাপে ম্যালওয়্যার পাওয়া গিয়েছিল। কিন্তু এ বার হ্যাকাররা লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে অ্যাপ নির্মাতাদের।
অ্যাপলের অ্যাপ তৈরিতে বিশেষ এক্স কোড ব্যবহার করা হয়। অনেক সময়েই চিনের মতো দেশের স্থানীয় সাইট থেকে তা ডাউনলোড করে নির্মাতারা। হ্যাকাররা এ বার সেই এক্স কোডেরই বিকল্প (‘গোস্ট’) তৈরি করেছে। ফলে তা থেকে অ্যাপ তৈরির সময়ে প্রথম থেকেই সেঁধিয়ে ছিল ম্যালওয়্যার। তবে নির্মাতাদের দাবি, এতে কোনও গোপন তথ্য চুরি যায়নি।