সুইস কোম্পানিগুলির কাছে আমরা তা হলে নস্যি!
ভারতে ‘আইটি’-র (তথ্যপ্রযুক্তি) চাকরি মানেই লাখ লাখ, কোটি কোটি টাকা নয়?
আমাদের এই হা-অন্ন দেশে ‘আইটি’-র চাকরি মানেও সেই মাস গেলে, মেরেকেটে ৬০ কি ৭০ হাজার টাকাই?
আর যদি চাকরিটা হয় অন্তত ২০ কি ২৫ বছরের, তা হলে কোনও ভারতীয় আইটি সংস্থায় ‘সিনিয়র ম্যানেজার’ হিসেবে মাসের মাইনেটা হবে বড়জোর আড়াই কি পৌনে তিন লাখ টাকা।
মাথায় রাখুন, ওই ‘আইটি’-র চাকরিটাই যদি আপনি করতেন সুইজারল্যান্ডে বা কোনও সুইস সংস্থায়, তা হলে ভারতীয় টাকায় আপনার মাসিক রোজগার হত কম করে ১৪-১৫ লাখ টাকা!
এর পর যদি আপনার আফশোস হয় খুব, তা হলে সেই আফশোসটা আরও বাড়বে, যদি জানেন, বিশ্বের যে দশটি দেশে আইটি-র চাকরিতে সবচেয়ে কম মাইনে দেওয়া হয়, ভারত তার অন্যতম। তালিকায় ভারতের জায়গাটা সাত নম্বরে।
একেবারে হালে বিশ্ব জুড়ে চালানো একটি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। গত বছরের তুলনায় ভারত এই তালিকায় আরও নেমেছে। সবচেয়ে কম মাইনে পান বুলগেরিয়ায় আইটি সংস্থার কর্মীরা। তাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও ভিয়েতনামেও তাঁদের বেতন বেশ কম। ভারতের চেয়ে মাইনে একটু বেশি চিন, চেক প্রজাতন্ত্র ও আর্জেন্টিনায়।
আইটি-র চাকরিতে সবচেয়ে বেশি মাইনে দেওয়া হয় সুইজারল্যান্ডে বা কোনও সুইস সংস্থায়। বছরে প্রায় দু’লক্ষ ডলার! এর পরেই রয়েছে বেলজিয়াম ও ডেনমার্ক।