গ্রানাডা, অ্যাথলেটিক বিলবাও, মালাগা। কোনও প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেই গোল আসেনি। গত ১০ দিন শুধু অপেক্ষাই করে গিয়েছেন তাঁর সমর্থককূল। আর দু’গোল হলেই যে ছুঁয়ে ফেলবেন রিয়াল মাদ্রিদের সব টুর্নামেন্ট মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা রাউলের ৩২৩ গোলের রেকর্ড। কিন্তু তিনি—  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হতাশই করেছেন ভক্তদের। এ বার চোখ বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মালমো ম্যাচের দিকে।
চ্যাম্পিয়ন্স লিগেই সপ্তাহ দু’য়েক আগে শাখতার দনেস্কের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। এ বার তাঁর সেই দাপটই মালমোর বিরুদ্ধে ফিরবে বলে আশায় সতীর্থরাও। রিয়ালের লেফট ব্যাক মার্সেলো যেমন বলেছেন, ‘‘সবাই জানে রোনাল্ডো কী করতে পারে। ওর রেকর্ড ভাঙার নেশা নেই। বরং ওর টিমকে জেতাতে সাহায্য করারই লক্ষ্য থাকে সব সময়।’’
একই আশায় আছেন রিয়ালের কোচ রাফা বেনিতেজও, ‘‘গোলের এত সুযোগ তৈরি করাটাই আমার কাছে ইতিবাচক ব্যাপার। কিন্তু প্রতিআক্রমণে আমরা যে ভাবে সুযোগ নষ্ট করছি সেটা শুধরোতে হবে।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘বিপক্ষের গোলকিপার যখন ম্যাচের সেরা নির্বাচিত হয় (মালাগা ম্যাচে), তখন বোঝাই যায় আমরা কতটা আক্রমণ করেছি।’’
সিআর সেভেনের চ্যালেঞ্জ আবার বেশ উপভোগ্য লাগছে মালমোর গোলকিপার জোহান উইল্যান্ডের। যাঁর উপর বুধবার দুর্গরক্ষার বড় দায়িত্ব। তিনি আবার বলেছেন, ‘‘আমার খুব প্রিয় সে সব ম্যাচ যেখানে প্রচুর পরিশ্রম করতে হয়। সুযোগটার যতটা সম্ভব সদ্ব্যবহার করতে হবে।’’